ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

১৩ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সম্মেলন করছে আন্জুমানে রহমানিয়া মইনীয় মাইজভান্ডারীয়া

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার

১৩ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী ও শান্তি মহা সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে আন্জুমানে রহমানিয়া মইনীয় মাইজভান্ডারীয়া। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পৃথিবীতে সাম্য-সুবিচার-ন্যায়নীতি ও মানবাধিকার প্রতিষ্ঠাই ছিলো মহা নবীর উদ্দেশ্য। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ ইসলামের নামে সারা বিশ্বে অরাজকতা তৈরি করছে। শান্তিবাদী ইসলামের উদারনৈতিক দর্শনের বিকাশ ছাড়া জঙ্গিবাদ দমন করা যাবে না। দেশ ও জাতির কল্যাণে ঈদে মিলাদুন্নবী ঘরে ঘরে ও রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানান তারা। একই সঙ্গে শান্তি সমাবেশে সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।