বরুশিয়া ডর্টমুন্ডের সাথে ২-২ গোলে ড্র করলো রিয়াল মাদ্রিদ
প্রকাশিত : ১০:৩২ এএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩২ এএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে গ্র“প পর্বের শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের সাথে ২-২ গোলে ড্র করলো রিয়াল মাদ্রিদ।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের প্রথমে এগিয়ে যায় রিয়াল। ২৮ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন করিম বেনজেমা। প্রথমার্ধে ১-০তে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি ধরে রাখে জিদানের শিষ্যরা। ৫৩ মিনিটে আরো একটি গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন বেনজেমা। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৫০তম গোলের মাইনফলক স্পর্শ করেন এই ফরাসী ফরোয়ার্ড। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে বরুশিয়া। ৬০ মিনিটে গোল করে ব্যবধান কমান ফরোয়ার্ড পিয়েরে এমেরিক। আর ৮৮ মিনিটে সমতায় ফেরানোর গোলটি করেন জার্মান মিডফিল্ডার মার্কো রয়েস।