ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

মোংলা প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

মোংলা প্রেসক্লাব সভাপতি ও বন্দর ব্যবহারকারী এইচ এম দুলালের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর শহরের চৌধুরী মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।এসময় দীর্ঘ এ মানববন্ধন বিশাল প্রতিবাদ সমাবেশে রুপ নেয়। 

মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্ধসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা এসময় এইচ এম দুলালের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।দ্রুত সময়ের মধ্যে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা আরও বলেন, অন্যথায় মোংলা বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
 
মানববন্ধনে মোংলা প্রেসক্লাব ও কর্মরত সকল সাংবাদিক, মোংলা বন্দর ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘ, বন্দর শ্রমিক কর্মচারী, ক্রীড়া সংঘ, নারী বাদী সংগঠন, নৌযান সংগঠন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই হাজার লোক অংশ নেন। 

উল্লেখ্য, মোংলা বন্দর জেটি থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ১৩ কিলোমিটার নৌ-পথ খনন কাজে তেল সরবরাহ প্রতিষ্ঠান মের্সাস নুরু এন্ড সন্স কোং এর সত্বাধিকারী ও প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল সংশ্লিষ্ট স্থানীয় এজেন্ট সিগমা শিপিং লাইন্স এর মালিক রফিকুল ইসলামের কাছে তিন কোটি ৬৪ লাখ ৯৩ হাজার টাকা পাওনা হন। সেই পাওনা টাকা চাইতে গেলে রফিকুল ইসলাম বাবলু এইচ এম দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করে।
কেআই/