ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

যৌতুকের দাবিতে অন্তঃস্বত্তা গৃহবধুকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত : ১১:০২ এএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৮ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

যৌতুকের দাবি পূরণ না করতে পারায়, নোয়াখালীর এক অন্তঃস্বত্তা গৃহবধুকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে, পালিয়ে গেছে পাষন্ড স্বামী। নোয়াখালী জেনারেল মেডিকেল হাসপাতালে, প্রাথমিক চিকিৎসার পর, ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়েছে,  গৃহবধু কামরুন্নাহার নিপুকে। তার শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে, বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বামী-সংসার করতে, এসে এখন জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে, নোয়াখালীর গৃহবধু কামরুন্নাহার নিপু। তার দরিদ্র পিতার পক্ষে স্বামী সিএনজি ড্রাইভার মহসিনের যৌতুকের দাবী কোনভাবেই মেটানো সম্ভব হয়ে উঠছিলো না। দীর্ঘ দিন জিইয়ে এ থাকা এ সমস্যার আপোষরফায় কাজ হয়নি। সর্ব শেষ, বর্বর পথেই হাঁটলো পাষন্ড স্বামী। স্ত্রীর গায়ে পেট্রোল দিয়ে পোড়ানোর চেষ্টা করে। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন, ননদ রুমা আক্তার ও শশুর  দেলয়ার হোসেন। গৃহবধু নিপুর অবস্থা, সংকটাপন্ন বল্লেন, বার্ণ  ইউনিট এর কর্তব্যরত চিকিৎসক। এদিকে, দ্রুতই অপারেশনের মাধ্যমে, গর্ভের, ৮ মাসের সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে বলেও মনে করছেন চিকিৎসকরা।