ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

লিটন-সৌম্য টেস্ট খেলোয়াড় নয়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার | আপডেট: ১১:২৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হতশ্রী চেহারায় বাংলাদেশ দল। যা দেখে মোটেও সন্তুষ্ট নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ বিষয়ে নিজের গরলভাব উগলে দিলেন তিনি। যা গিয়ে পড়েছে লিটন দাস ও সৌম্য সরকারের উপরে।

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম টেস্টের হতশ্রী দশা নিয়ে বলতে গিয়ে বিসিবি বস সাংবাদিকদের বলেন, ‘লিটন দাস, সৌম্য সরকার টেস্টের খেলোয়াড় নয়। তবুও আমরা তাদেরকে টেস্ট খেলাই। অনেক কিছুই পরিকল্পনার বাইরে হচ্ছে। এখন পরিবর্তনের সময় এসেছে। আগামী টি-টোয়েন্টি সিরিজ থেকেই পরিবর্তন আনা হবে।’

কোন কিছুর তোয়াক্কা না করেই খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমে কথা বলা বিসিবি সভাপতির অভ্যাসটা অবশ্য পুরনো। এই যেমন- ‘মুশফিক তো ছক্কা মারতে পারেনা, সে কেন ছক্কা মারতে গেল? অতো বড় মাঠে মিরাজ কী ছক্কা মারতে পারবে? আমি অমুককে দলে নিতে বলেছি, তমুককে খেলানো হবে না’ -এমনই সব মন্তব্য করে অতীতে অনেকবার সমালোচিত হয়েছেন পাপন।

স্বাভাবিকভাবেই খেলা ও খেলোয়ারদের নিয়ে অধিনায়ক, কোচ বা নির্বাচকদেরও এমন মন্তব্য করার কথা নয়। সেখানে বোর্ড সভাপতি ম্যাচ চলাকালেই গণমাধ্যমে বলছেন এমন কথা! তাইতো, লিটন-সৌম্যকে নিয়ে তার এবারের মন্তব্যও হয়তো হজম করতে পারবেন না অনেকেই।

শুধু এখানেই শেষ নয়, এদিন দল নির্বাচন নিয়েও প্রকাশ্যে সমালোচনা করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। আমার প্রশ্ন হলো- আমাদের একাদশে পেসার নেই কেন? সবই পরিকল্পনার বাইরে হচ্ছে।’

১৯ বছরের টেস্ট অভিজ্ঞতা নিয়ে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন পারফরম্যান্স বড়ই হতাশার। স্বাভাবিকভাবেই হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। 

যে হতাশাটা গোপন করলেন না বিসিবি বস, 'এটা টেস্ট! আজকে দেখে মনে হয়নি এই দলটা বাংলাদেশ। প্রথম কথা হচ্ছে, খুবই দুঃখজনক, খুবই খারাপ। প্লানিং নিশ্চয়ই ছিল। প্লানিংয়ে কোনও ঘাটতি থাকার কথা না, তবে প্লান সঠিক ছিল না। এটা হলো আমার ব্যক্তিগত মত।’

এসময় ক্রিকেটারদের সমালোচনা করে পাপন বলেন, 'পারফরম্যান্সের কথা যদি বলেন তাহলে আমি অবশ্যই বলবো, ক্রেডিট গোজ টু আফগানিস্তান। কারণ তারা টেস্টের মতো করে ব্যাট করেছে। তাদের একজন সেঞ্চুরি করেছে, অন্যরা আশি নব্বই করে রান করেছে। আমাদের অন্য সব বাদ দিলাম। সাকিব, মুশফিক, রিয়াদরা যদি পঞ্চাশও করতে না পারে তাহলে আমাদের ওই ম্যাচ জেতার কোনও সম্ভাবনাই নাই। '

পাপন আরও বলেন, 'খেলা দেখে আমার মনেই হয়নি যে, এটা একটা টেস্ট হচ্ছে। প্রথম ইনিংস যদি আপনি দেখেন, সেট হয়ে যাওয়ার পর লিটন দাস যে শটটা খেললো, মুমিনুল পঞ্চাশ করার পর কই একশ দেড়শো করবে। সে হলো টেস্ট স্পেশালিস্ট, তা না করে সে আত্মহুতি দিয়ে এলো। রিয়াদ যে শটটা খেললো তাকে টেস্ট খেলা বলে না। ওদেরকে এখন কী বুঝাতে হবে টেস্ট কিভাবে খেলতে হয়? ...ওরা (আফগানিস্তান) যদি ৩৭০ রান করে তাহলে বাংলাদেশ যে দল তাতে আমাদের ৫০০ রান করা উচিৎ। এটা মোটামুটি ব্যাটিং উইকেট ছিল, এখানে না পারার কোনও কারণ ছিল না।’

এনএস/