ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

লক্ষ্মীপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪৮ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

লক্ষ্মীপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার দাসেরহাট বাজারে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের। সেসময় দেশজুড়ে গ্রাহক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে বলে জানান তিনি। গ্রাহক সমাবেশে অন্যান্যের মধ্যে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের প্রধান আলী নাহিদ খান, সহকারি প্রধান মো. ফরিদুর রহমান জালাল, লক্ষ্মীপুর শাখার ম্যানেজার তানভীর হায়দার চৌধুরী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।