ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

১৩টি অভিজাত ক্লাবে টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও তাস খেলা থেকে বিরত থাকার নির্দেশ

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪৭ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

দেশের ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও তাস খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রোববারের মধ্যে লিভ টু আপিল দায়েরের নির্দেশ দেন। পাশাপাশি হাইকোর্টের আদেশ আপাতত বহাল রাখার আদেশ দেন। গত ৪ ডিসেম্বর জনস্বার্থে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও তাস খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দেন হাইকোর্ট।  ঢাকা মহানগর পুলিশ ও চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ এবং পাবলিক গ্যাম্বলিং আইন অনুসারে টাকার বিনিময়ে জুয়া খেলা অবৈধ। তাই দুই আইনজীবী রিট করেছিলেন বলে জানান রিটকারীর আইনজীবী।