ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

রোহিঙ্গা বোঝাই আরো ৯টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪৯ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে ৫ জন এবং নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই আরো ৯টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১০টার মধ্যে এ’সব নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়। বিজিবি’র টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, এ’সব নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল। এ’নিয়ে গত ৮দিনে রোহিঙ্গা বোঝাই ৩১টি নৌকা ফেরত পাঠালো বিজিবি। এছাড়া, আজ বৃহস্পতিবার ঘুমধুম সীমান্ত দিয়ে আরো ৫ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।