আন্দোলনের হুমকি দিয়েছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪৬ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়িতে হয়রানি বন্ধ না হলে আন্দোলনের হুমকি দিয়েছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ’কথা বলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মোমিন আলি। নিয়ম মেনে ব্যবসা করলেও পথে পথে বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশ হয়রানি করে বলে অভিযোগ করেন তিনি।