যেকোনো এয়ারলাইন্সে হজে যেতে পারবেন যাত্রীরা
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৬ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
দু’টি এয়ারলাইন্সে করে হজে যাওয়ার সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এ’ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এর ফলে যেকোনো এয়ারলাইন্সে হজে যেতে পারবেন যাত্রীরা।
বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য কোন পরিবহনে হজে যাওয়া যাবে না বলে ২০১৩ সালে সিদ্ধান্ত নেয় সরকার। পরে ওই সিদ্ধান্তের বিরোধিতা করে রিট করা হয়। এ’ সংক্রান্ত মামলার শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
এই রায়ের ফলে হাজীদের ১০ থেকে ১৫ হাজার টাকা সাশ্রয় হবে। সময়ও কম লাগবে বলে জানান আবেদনকারী।
উচ্চ আদালতের এই রায় হজযাত্রীদের ভোগান্তি কমাবে বলেও জানান তারা।