ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ ১৫ ডিসেম্বর

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৪ পিএম, ৮ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ ১৫ ডিসেম্বর। ওই দিন সাফাই সাক্ষীর তালিকাও দিতে বলেছে আদালত। বৃহস্পতিবার <ংঃৎড়হম>দুপুরে খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানি শেষে বিচারক আবু আহমেদ জমাদার এই আদেশ দেন। হাইকোর্টে এই মামলার বিষয়ে একটি আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে আসামীপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করলে, বিচারক নতুন এই তারিখ নির্ধারণ করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুরনো ঢাকায় আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালতে হাজির হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শুনানির শুরুতেই রাষ্ট্রপক্ষের ৩২ সাক্ষীকে আইন মেনে জিজ্ঞাসা করা হয়নি বলে অভিযোগ করে আসামীপক্ষ। ওই ৩২ জনের সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে বলেও জানানো হয়। তবে, রাষ্ট্রপক্ষ বলছে, আসামীপক্ষ বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপন করছে। এ’ অবস্থায় মামলার ভবিষৎ নিয়ে শংকা প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।