জরিয়াকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
প্রকাশিত : ০৯:৩৩ এএম, ৯ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৯:৩৩ এএম, ৯ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
ইউরোপা লিগ ফুটবলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জরিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে ম্যানইউ। তবে, প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় রেড ডেভিলসরা। ৪৮ মিনিটে দলের প্রথম গোলটি করেন মিডফিল্ডার হেনরিক। ৮৮ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান সুইডিস ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-০ ব্যবধানে মাঠে ছাড়ে দুদল। এই জয়ে এ গ্র“প থেকে ১২ পয়েন্ট নিয়ে টেেিবলের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে ম্যান ইউ। আর ২ পয়েন্ট নিয়ে জরিয়া রয়েছে ৪ নম্বরে।