ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

নিউইয়র্কে প্রথমবারের মতো যাচ্ছে বঙ্গবন্ধু বইমেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৬:৫৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু বইমেলা। 'মুজিব বর্ষ' উদযাপন পরিষদের উদ্যোগে নিউইয়র্কে 'বঙ্গবন্ধু বইমেলা' সফল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার জ্যাকসন হাইটস্ পালকি পার্টি সেন্টারে গুরুত্বপূর্ণ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব,কবি কামাল চৌধুরী। সংগঠনের আহবায়ক কবি মিশুক সেলিমের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু বইমেলা নিউইয়র্ক এর সদস্য সচিব শিবলী ছাদেক শিবলু'র পরিচালনায় প্রবাসের স্বনামধন্য কবি লেখকদের প্রাণবন্ত পদচারনায় এই সুন্দর মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু বইমেলার আহবায়ক লেখক আবু রায়হান। গুরুত্বপূর্ণ ও তথ্য সমৃদ্ধ বক্তব্যে রাখেন, মুজিব বর্ষ উদযাপন পরিষদ যুক্তরাষ্ট্রের সদস্য সচিব নুরুল আমিন বাবু, উপদেস্টা সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামান আজাদ। নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনজুর আলম শাহীন, জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সেক্রেটারি নূর এ এলাহি মিনা।

মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ ও দিক-নির্দেশনামূলক বক্তব্যে রাখেন, প্রধান অতিথি কবি কামাল চৌধুরী। তার বক্তব্যের উপর মতামত প্রদান করেন কবি ফকির ইলিয়াছ, লেখক হাসান আল আবদুল্লাহ, কবি শামস্ আল মোমিন, অভিনেত্রী লুতফুন্নাহার লতা,মিনহাজ শাম্মু, ইসতিয়াক রুপু, আবু সাইদ রতন, মনজুর কাদের, খালেদ শরফুদ্দিন,শিব্বির আহামেদ, পপি চৌধুরী, আকবর হায়দার কিরন।কমিটির নেতৃবৃন্দের মধ্যে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান সমন্বয়কারী মাহাফুজ হায়দার, প্রচার সম্পাদক আবদুল হামিদ, নান্টু মিঞা, সদস্য সুমন মাহামুদ, মাহামুদুল হাসান, কিবরিয়া জামান। 

সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের মাধ্যমে এবং নিউইয়র্কে এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে আগামী ২০ সেপ্টেম্বর থেকে তিনদিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কেআই/