অকল্যান্ড সিটিকে ২-১ গোলে হারিয়েছে কাশিমা অ্যান্টলার্স
প্রকাশিত : ১১:৩১ এএম, ৯ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১১:৩১ এএম, ৯ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
ফিফা ক্লাব বিশ্বকাপে অকল্যান্ড সিটিকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্স।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোন দলই। দ্বিতীয়ার্ধের প্রথমে লিড পায় অকল্যান্ড সিটি। ৫০ মিনিটে দলের হয়ে গোলটি করেন কিম দা-ওক। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে কাশিমা অ্যান্টলার্স। ৬৭ মিনিটে ফরোয়ার্ড আকাসাকি গোল করে দলকে সমতায় ফেরান। ৮৮ মিনিটে মিডফিল্ডার মু কানাজাকি গোল করে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাশিমা অ্যান্টলার্স।