ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

নেত্রকোণা হানাদার মুক্ত দিবস আজ

প্রকাশিত : ১১:৪১ এএম, ৯ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ১১:৪১ এএম, ৯ ডিসেম্বর ২০১৬ শুক্রবার

নেত্রকোণা হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে সরকারি কৃষি খামারে সম্মুখযুদ্ধে মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করেন। সেদিন আবু খাঁ, আব্দুর রশীদ ও সাত্তার নামে তিনজন শহীদ হন। দিবসটি উপলক্ষে জলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদদের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ছাড়াও মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, সদর মুক্তিযোদ্ধা ইউনিট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।