ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৯ সৈন্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ৯ জন সৈন্য নিহত ও ২৭ জন নিখোঁজ হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। 

বুধবার নিরাপত্তা সংস্থার তিন সৈন্য ও এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

তারা জানান, মঙ্গলবার বোর্নো রাজ্যের গুদুমবালির একটি সামরিক ঘাঁটিতে জঙ্গিরা সৈন্যদের ওপর হামলা চালালে ৯ জন নিহত হয়। এ ঘটনায় আরও ২৭ সৈন্য নিখোঁজ রয়েছেন।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র সগির মুসা বলেন, ‘আমরা হামলাটি প্রতিহত করেছি। তবে কোনো সৈন্য নিহত বা নিখোঁজ হয়েছে কি না, সে ব্যাপারে তিনি জানেন না বলে দাবি করেন।’

২০০৯ সাল থেকে দেশটির উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহ শুরু করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। তারপর থেকে এক দশকে ৩০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। বোকো হারামের একটি দলছুট অংশ আইএসের আনুগত্য স্বীকার করে তৎপরতা শুরু করার পর তারাই ওই এলাকার প্রধান বিদ্রোহী শক্তিতে পরিণত হয়েছে। গত কয়েক বছরে তারা সামরিক ঘাঁটিগুলোতে অনেকবার হামলা চালিয়েছে।

সূত্র: রয়টার্স 
আই/