ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

তেজগাঁওয়ে রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অবস্থানের পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও তারা সড়কে অবস্থান নেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। তাদের বকেয়া বেতন প্রদান ও অবৈধভাবে ছাঁটাই বন্ধ না হলে বিক্ষোভ অব্যহত থাকবে বলে জানান তারা।

তেজগাঁও শিল্পাঞ্চল ও সাতরাস্তা মোড়ে অবস্থানের কারণে এক পাশে মগবাজার ও অপরদিকে মহাখালীর সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অফিস ও স্কুলগামীদের হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।