ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

নিয়ন্ত্রণে আসেনি মিনিস্টার কারখানার আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার | আপডেট: ০২:৪০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ান ইলেকট্রনিক্সের মিনিস্টার ফ্রিজ কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ছয়তলা কারখানা ভবনের ষষ্ঠতলার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. মামুনুর রশীদ।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী, জয়দেবপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও ৯টি ইউনিট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

মালিকপক্ষ জানিয়েছে, কারখানা ভবনের ৬তলার গুদামে রাখা বেশকিছু রেডি টেলিভিশন ছিল, সেগুলো সব পুড়ে গেছে। এছাড়া আগুনে কারখানার বিভিন্ন মালামাল, যন্ত্রপাতি এবং মেশিন পুড়ে গেছে।

এদিকে, আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।