ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বোমা বিস্ফোরণে রক্তাক্ত তুরস্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

বোমা বিস্ফোরণে রক্তাক্ত হলো তুরস্ক। দেশটির সড়কে পুঁতে রাখা ওই বোমা বিস্ফোরণে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরের কুল্প জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দিয়ারবাকিরের গভর্নর কার্যালয়ের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গ্রামবাসী বহনকারী একটি গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকেই পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। যাতে ওই হতাহতের ঘটনা ঘটে।

তবে এখনও কেউই এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির উগ্র বামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এ হামলা চালিয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।

এনএস/