ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

সুনামগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫৬ জন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

সুনামগঞ্জে সিভিল সার্জনের বাড়িতে ভাতিজির বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই রোগীরা ভর্তি হন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার রাতে সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামে সুনামগঞ্জের বর্তমান সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের বড় ভাই মৃত প্রানেশ দাসের মেয়ের বিয়ের দাওয়াতি অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটে। অসুস্থরা সবাই বর-কনে উভয় পরিবারের আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশি বলে জানা যায়। বর পক্ষের লোকজন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা জানান, বুধবার রাতে বিয়ের খাবার খাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে অনেকেরই পেটে ব্যাথা অনুভব করেন। অনেকেই আবার পাতলা পায়খানায়, বমিসহ ডায়রিয়ায় আক্রান্ত হন। খাবার খেয়ে অসুস্থ সবাইকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

কনের মা চন্দা রানী দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় থাকে রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস বলেন, গরম এবং ফুড পয়জেনিং থেকে এমন সমস্যা হয়েছে, সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে।