ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ২কোটিরও বেশি শিশুকে

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৪০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার

অন্ধত্ব ও রাতকানা রোগ নির্মূলের চেষ্টার অংশ হিসেবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে দুই কোটিরও বেশি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার সকালে রাজধানীর শিশু হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এই কর্মসূচি উদ্বোধন করেন। এ’সময় তিনি জানান, দেশের এক লাখ ৪০ হাজার সেবাদান কেন্দ্রের মাধ্যমে এবার দুই কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। <ংঃৎড়হম>আজ বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি চলবে। দেশব্যাপী স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম চলছে।