ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

শেরপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে জেলার শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চর ইউনিয়ন একাদশ বনাম পাকুড়িয়া ইউনিয়ন একাদশের মধ্যে ফাইনালের এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। ফাইনাল খেলায় জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র নাথ, জেলা পরিষদ সদস্য মো. কফিল উদ্দিন, ১নং কামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ২নং চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, ভাতশালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক সাংবাদিক হাকিম বাবুল, সমাজসেবক আব্দুল মজিদ মন্টু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আলহাজ্ব খোরশেদ আলম, যুবলীগ নেতা আব্দুল মতিন, আব্দুল বাতেন, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. নূরে আলম সিদ্দিকী, ইউনিয়ন পরিষদের সদস্য মো. মতি মিয়া, মো. নজরুল ইসলাম, আব্দুল হালিম প্রমূখ উপস্থিত ছিলেন। 

ফাইনাল খেলায় কামারের চর ইউনিয়ন ১-০ গোলে পাকুড়িয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

এমএস/