শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন নোমান
প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:০৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার
গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান।
নগরীর হালিশহর এলাকার একটি কমিউনিটি সেন্টারে থানা শ্রমিক দলের প্রয়াত সভাপতি ইয়াছিন আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের কোন বিকল্প নেই।