ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: জি.এম. কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, একটি সম্ভাবনাময় দল হিসেবে আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের এক সভায় তিনি এ কথা বলেন।

টিমের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, কমিটির সদস্য সচিব আলমগীর সিকদার লোটন, সৈয়দ আব্দুল মান্নান, এডভোকেট সালমা ইসলাম এমপি, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আব্দুস সাত্তার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জি.এম. কাদের সকল বিভেদ ভুলে দলকে আরো শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, দেশের মানুষের কল্যাণে জাতীয় পার্টি রাজনীতির মাঠে থাকবে। তাই দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

এর আগে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী মাহাবুবুল আলম দুলাল পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

এসি