সাংবাদিকদের উপর এবং প্রেসক্লাবে হামলার মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৩৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার
সাংবাদিকদের উপর এবং প্রেসক্লাবে হামলার ঘটনায় দায়ের করা মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা।
শনিবার দুপুরে প্রেসক্লাব চত্বরে সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব আয়োজিত সমাবেশে তারা বলেন, হামলার সময় পুলিশ হাতেনাতে ৪ দুর্বৃত্তকে আটক করলেও তাদের সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার না দেখিয়ে রহস্যজনক ভাবে ১৫১ ধারায় আদালতে চালান করেছে। এই ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের অপসারন এবং শাস্তির দাবী জানান সাংবাদিক নেতারা। সমাবেশে সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব, বিএফইউজের নেতার বক্তব্য রাখেন। পরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি’র কাছে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।