অপরাজেয় বাংলার মতো ভাস্কর্যগুলোর গুরুত্ব অপরিসীম
প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৪:২৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৬ বুধবার
স্বাধীনতা সংগ্রামে জাতির আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছাড়িয়ে দিতে অপরাজেয় বাংলার মতো ভাস্কর্যগুলোর গুরুত্ব অপরিসীম, বলে মনে করেন তরুনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতার স্মৃতি ভাস্কর্য নির্মানের দাবি জানিয়েছেন তারা। দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা লালন করারও আহবান নতুন প্রজন্মের।
জাতিকে মুক্ত করার মহান দায়িত্ব নিয়ে সমর সম্মুখে দাঁড়িয়ে আছেন তিন বীর মুক্তিযোদ্ধা। চোখে মুখে বিজয়ের অদম্য স্পৃহা। অপরাজেয় বাংলা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মুক্তি সংগ্রামের স্মৃতি রক্ষায় স্বাধীনতা পরবর্তী সময়ে নির্মাণ করা হয় এই ভাস্কর্যটি। জাতির আত্মত্যাগ সঠিক ভাবেই ফুটিয়ে তোলা হয়েছে এখানে।
মুক্তিযুদ্ধ না দেখলেও নতুন প্রজন্মের যোদ্ধাদের প্রতিনিয়ত অনুপ্রানিত করে চলছে অপরাজেয় বাংলা। স্বাধীনতার চেতনা শানিত করবে প্রজন্ম থেকে প্রজন্ম-এমনটাই প্রত্যাশা তরুনদের।
শিশু কিশোরদের আরো বেশী করে মুক্তি সংগ্রামের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার তাগিদ তরুনদের।
দেশের ভবিষৎ কান্ডারিরা মনে করেন কিছু সীমাবদ্ধতা সত্তেও সঠিক পথেই এগিয়ে যাচ্ছে দেশ।