বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেছে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড
প্রকাশিত : ০৬:০০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:০০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার
ক্লিয়ার লেমন ড্রিংক ক্লেমন ঘোষিত ‘অফুরন্ত ফ্রিজ অফার’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেছে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড।
শনিবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশে প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার জাকির হোসেন সরকার, আবুল কালাম আজাদসহ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিষ্ঠানের আন্তরিক উদ্যোগ অব্যাহত থাকবে।