চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস পালন
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার
নানা আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে পালন করা হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস।
শনিবার সকালে নগরীর শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্যাডিজ। সমাবেশ থেকে শ্রমিক নেতারা শ্রমিকদের ন্যায্য মজুরী এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির দাবী জানান। এদিকে, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবীতে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। এ’সময় বক্তারা জাতিসংঘকে কার্যকর ভুমিকা রাখার আহ্বান জানান।