ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

বিমানে মাতাল তরুণীর কাণ্ড!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

লন্ডন থেকে মাদ্রিদে যাওয়ার জন্য বিমানের টিকেট কেটে ছিলেন ডায়ানা আন্দ্রিয়াস রিভেরা নামের এক ৩৩ বছরের ব্যালে ড্যান্সার। সব কিছু ঠিক ছিল কিন্তু তিনি যখন হিথরো বিমানবন্দরে গেলেন ঘটিয়ে বসলেন এক আজব কাণ্ড!

বিমানবন্দরে গিয়ে তিনি দেখলেন তার হাতে অনেকটা সময় বাকি রয়েছে। তাই তিনি হিথরো বিমানবন্দরের দু’নম্বর টার্মিনালে থাকা একটি পাবে বসে ড্রিকিং করেন। কিন্তু পরিমাণে বেশি হয়ে যাওয়ায় বেসামাল হয়ে পড়েন তিনি। এ সময় নিজের পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারছিলেন না।

স্বাভাবিকভাবে ওই অবস্থায় তাকে বিমানে উঠতে বাধা দেন কর্তব্যরত আইন-শৃঙ্খলাবাহিনী। তখনই তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন ৩৩ বছরের এই নারী। মাতাল অবস্থায় তিনি পুলিশ অফিসারদের লাথি মারেন। এমন কি পুলিশকর্মীদের কামড়ানোর চেষ্টাও করেন। এর পরই তাকে গ্রেফতার করে পুলিশ। সে সময় ডায়ানার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়। যদিও ওই ছুরি দিয়ে তিনি কাউকে আক্রমণের চেষ্টা করেননি।

সঙ্গে ছুরি থাকায় এবং কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীদের আক্রমণ করায় তাকে শাস্তি দিয়েছে সেখানকার আদালত। শাস্তি হিসাবে তাকে ১০০ ইউরো জরিমানা করা হয়।

জানা গেছে, ওই যুবতী স্পেনের বিখ্যাত ভিক্টর ব্যালে কোম্পানিতে ড্যান্সার হিসাবে কাজ করেন।

সূত্র : আনন্দবাজার

এসএ/