ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ ডাক বিভাগে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার | আপডেট: ০৬:৪২ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

সম্প্রতি শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশ ডাক বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারের এই প্রতিষ্ঠানটি দক্ষিণ অঞ্চল খুলনা জোনে ২৪৩ জনকে নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করার সময় পাচ্ছেন ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪ জন, উচ্চমান সহকারী পদে ৫ জন, মেকানিক পদে ১ জন নিয়োগ পাবেন বেতন গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০) টাকায়।

পদ : পোস্টাল অপারেটর
পদ সংখ্যা : ১৪৭
বেতন : গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হতে হবে।

পদ : মেইল অপারেটর
পদ সংখ্যা : ৬৯
বেতন : গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এছাড়া ড্রাইভার (হালকা) পদে ১৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩ এবং পাম্প অপারেটর পদে ১ জন নিয়োগ পাবেন বেতন গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০) টাকায়।

ডাক বিভাগের ওয়েবসাইটে www.bdpost.gov.bd অথবা www.bdpost.khulnadiv.gov.bd ওয়েব পোর্টালে নিয়োগের যাবতীয় তথ্যাদি জেনে নিতে পারবেন।

এএইচ/এসি