ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হলেই লক্ষ্যমাত্রায় পৌঁছুতে পারবে সরকার

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০২:৫৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার

টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হলেই লক্ষ্যমাত্রায় পৌঁছুতে পারবে সরকার। ওসমানী স্মৃতি মিলনায়তনে ’স্কিল, এমপ্লোয়েবিলিটি এন্ড ডিসেন্ট ওয়ার্ক ২০১৬’ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মুক্তবাজার অর্থনীতির যুগে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। গেল এক দশক ধরে ধারাবাহিক উন্নয়ন প্রবৃদ্ধির হার ধরে রেখেছে বাংলাদেশ। ২০২১ সালের মধ্যে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে বদ্ধপরিকর বর্তমান সরকার, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যয় পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় শ্রমঘন খাত, আর উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই মুহুর্তে টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নই সরকারের বড় চ্যালেঞ্জ। সরকার জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা প্রণয়ণ বাস্তবায়নে জোর দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী যোগ্য কর্মী গড়ে তুলতে শিল্প মালিকদের অনুরোধ। বিশ্ব বাজারে অর্থনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যে বৈচিত্র্য ও বাজার সম্প্রসারনের  পরামর্শ দেন তিনি। তরুন উদ্যোক্তদের এগিয়ে আসারও আহবান জানান। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন আর্ন্তজাতিক শ্রম সংস্থা আইএলও মহাপরিচালকের গ রাইডার।  এ’সময় দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা।