ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

সিরাজগঞ্জে ফের বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগের প্রকোপ কিছুটা কমলেও গত কয়েকদিনে তা আবারও বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকাল পর্যন্ত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ অন্যান্য বেসরকারী হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত জেলায় মোট ৮৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন দুই জন। এ ছাড়া বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এমএস/