২০১৮ সালের মধ্যে দেশের শতভাগ বিদ্যুতায়নের কথা জানালেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী, সেরা গ্রাহকের পুরস্কার পেয়েছে এস আলম গ্রুপ
প্রকাশিত : ১১:০০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০২:০৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার
বিদ্যুৎ উৎপাদনে সাফল্য অর্জন করলেও পুরনো সিস্টেমের কারণে গ্রাহকের দোরগোড়ায় তা পৌছে দেয়ার সাফল্য এখনো আসেনি বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে ২০১৮ সালের মধ্যে দেশের শতভাগ বিদ্যুতায়নের কথা জানান তিনি। বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জাননো হয়। সেরা গ্রাহকের পুরস্কার পেয়েছে এস আলম গ্রুপ।
৭ডিসেম্বর থেকে শুরু হওয়া চার দিন ব্যাপী বিদ্যুৎ ও জ্বালানী মেলার পর্দা নামলো নেমেছে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ।
ছিল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহন। মেলায় অংশগ্রহনকারীরা জানান, শতভাগ সফল হয়েছে সরকারের এই উদ্যোগ।
অন্যাদের পাশাপাশি মেলায় সেরা বিদ্যুৎ গ্রাহকের পুরস্কার পেয়েছেন এস আলম গ্রুপ।
সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরো কিছুদিন অপেক্ষার কথা জানান জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
লেজার শো এবং গানের মধ্যদিয়ে শেষ হয় মেলা।