ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

নারী নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরায় ইপি চেয়ারম্যানসহ আটক ৩

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০২:৪৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার

নারী নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে চেয়ারম্যান মনিরুলসহ তার দুই সহযোগী চৌকিদার ইসলাম ও জয়কে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সাতক্ষীরা সদর থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার পর সকালে তাদের আদালতে পাঠানো হয়। এছাড়া চেয়ারম্যানের নির্যাতন ও প্ররোচনায় আত্মহত্যা করা নারী আফরোজা খাতুনের ময়নাতদন্ত আজ সম্পন্ন হবে।