ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

রোহিঙ্গাবাহী ১৩টি নৌকা ফেরত দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০২:৪০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০২:৪০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার

কক্সবাজারের নাফ নদী দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ১৩টি নৌকা ফেরত দিয়েছে বিজিবি। বিজিবি জানিয়েছে, ভোরে নাফ নদীর ২টি পয়েন্ট দিয়ে ১৩টি নৌকাতে করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। সেসময় বিজিবির টহল টিম তাদের দেখতে পায়। পরে বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে ফেরত পাঠিয়ে দেয়া হয়। প্রতিটি নৌকাতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।