খাদিজাকে হত্যা চেষ্টা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০২:৩৭ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার
সিলেটে কলেজ ছাত্রী খাদিজাকে হত্যা চেষ্টা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।
সকালে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে একমাত্র আসামি বদরুল আলমের উপস্থিতিতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আইনজীবিরা জানিয়েছেন, এর আগে, সাক্ষ্যগ্রহণের প্রথম দিন ৩৬ আসামির মধ্যে ১৭ জনের সাক্ষ্য নেয়া হয়। আজ ১৪ সাক্ষীর সাক্ষ্য নেয়ার কথা রয়েছে। গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রী খাদিজাকে কুপিয়ে আহত করে বদরুল।