ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

তুরস্কে বোমা বিস্ফোরণে নিহত ১৫, আহত ৬৯

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০২:৩৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার

তুরস্কের ইস্তাম্বুলের বেসিকতাস ফুটবল স্টেডিয়ামের কাছে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬৯ জন। স্থানীয় সময় শনিবার রাতে স্টেডিয়ামে দেশটির দুই শীর্ষ ফুটবল দলের ম্যাচ শেষ হওয়ার দুই ঘণ্টা পর এ হামলা হয়। প্রথম হামলাটি হয় পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে। অপরটি হয় মাসকা পার্কের কাছে। হামলা দুটি আত্মঘাতি বলে ধারণা করছে তুর্কি কর্তৃপক্ষ। হতাহতদের অধিকাংশই পুলিশ সদস্য। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তীর আইএস ও কুর্দি যোদ্ধাদের দিকে। চলতি বছর তুরস্কে এটি পঞ্চম হামলা।