ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৮ ১৪৩২

আজ মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলসহ বেশ কয়েকটি দল

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০২:৩৫ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ শীর্ষে ওঠার লড়াই চেলসি’র। এছাড়া মাঠে নামছে  ম্যানচেস্টার সিটি ও লিভারপুলসহ বেশ কয়েকটি দল। বাংলাদেশ সময় সন্ধ্য্ধাসঢ়; ৬টায় ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের মুখোমুখি হবে চেলসি। এ ম্যাচে ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করবে আন্তোনিও কোন্টের শিষ্যরা। দু’দলের শেষ ম্যাচ ২-২ গোলে ড্র হয়। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে ব্লুজরা। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এদিকে, রাত সোয়া ৮টায় টটেনহাম হটস্পারের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর রাত সাড়ে ১০টায় ওয়েস্ট হাম ইউনাইটেডের সাথে খেলবে লিভারপুল।