ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

সৌদি আরবে ফের ক্ষেপণাস্ত্র হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:০২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

সৌদি আরবের আসির প্রদেশে এক সেনা সমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সেনারা।

ইয়েমেনি সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরার জানায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে সেনাবাহিনী ওই হামলা চালায় এবং সৌদি আরবের সেনাদের সমাবেশে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সূত্র বলছে, গতকালের এ হামলায় ইয়েমেনের সেনারা যিলযাল-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আগে রোববারও ইয়েমেনি সেনা ঠিক একই এলাকায় হামলা চালিয়েছিল। আল-মাসিরা বলছে, গত দুই দিনে ইয়েমেনি সেনারা আসির প্রদেশের ওই এলাকায় মোট সাতটি যিলযাল-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে সেনাদের অবস্থান তছনছ করে দিয়েছে।

এদিকে, অন্য এক রিপোর্টে আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি আরবের সেনাদের লক্ষ্য করে অন্য এক অবস্থানে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এছাড়া ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হাজ্জার প্রদেশ ইয়েমেনি স্নাইপাররা নয় জন সৌদি সেনাকে হত্যা করেছে।

এসি