ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে রিজিওনাল স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৫:৫৫ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে রিজিওনাল স্কিলস কম্পিটিশন। রোববার সকালে নগরীর বায়েজীদ এলাকায় ইন্সটিটিউট মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চট্টগ্রাম মহানগর, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের ১২টি প্রতিষ্ঠানের মোট ৩৬টি প্রজেক্ট প্রদর্শন করা হয়। এ উপলক্ষে সেমিনারে বক্তারা বলেন, দেশের বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষার বিকল্প নেই। পরে অতিথিরা শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন।