ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৮ ১৪৩২

প্রধান নির্বাচন কমিশনার প্রমাণ করেছেন, শাসকদল যেভাবে চায়, সেভাবেই নির্বাচন হবে বলেছেন রিজভী

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েন না করার ঘোষণা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রমাণ করেছেন, শাসকদল যেভাবে চায়, সেভাবেই নির্বাচন হবে। বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে পাবনা জেলা ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে এ’ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, মানুষের বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বিরোধী দলের অধিকার, নির্বাচন করার অধিকার সব হরন করেছে এই সরকার। আওয়ামী লীগের একটি দপ্তর হিসেবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।