ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

ছিনতাইকারী চক্রের ১৩ সদস্য আটক

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৩৪ পিএম, ১১ ডিসেম্বর ২০১৬ রবিবার

রাজধানী মোহাম্মদপুর ও হাজারীবাগে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। রাজধানীতে সংবাদ সম্মেলনে জানান হয়, ঐ সময় তাদের কাছ থেকে ৩২ হাজার টাকা, ৩৭৭টি মোবাইল, ২টি ট্যাব, ১টি ল্যাপটপসহ পাঁচটি ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।  ছিনতাই চক্রটি গেল চার পাঁচ বছর রাজধানীর বিভিন্ন স্থানে সক্রিয় ছিল। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে অন্য ছিনতাই চক্রেরও বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য প্ধাসঢ়;ওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।