জেনোয়াকে ২-০ গোলে হারিয়েছে ইন্টারনাজিওনাল
প্রকাশিত : ০৯:২৫ এএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৯:২৫ এএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার
সিরি আ ফুটবলে ব্রোজোভিকের জোড়া গোলে জেনোয়াকে ২-০ গোলে হারিয়েছে ইন্টারনাজিওনাল।
এস্তাদিও জিওসেপ্পে স্টেডিয়ামে দুই আর্ধের দুই গোলে সহজ জয় পায় ইন্টারনাজিওনাল। ৩৮ মিনিটে ব্রিাজোভিক গোল করলে ১-০তে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টারনাজিওনাল। এরপর খেলার ৬৯ মিনিটে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোলটিও করেন ব্রিজোভিক। বাকি সময়ে মরিয়া হয়ে আক্রমণ চালায় জেনোয়া। তবে তাদের সব আক্রমণই বৃথা যায় ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টারনাজিওনাল।