ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

সাকিবকে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৫ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার | আপডেট: ১০:০৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে উড়ন্ত সূচনা করেছিলেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস। তারপরও ভালো সংগ্রহের সুযোগটা কাজে লাগাতে পারেন নিসাকিব আল হাসান। বার্লের বলে উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভার লড়াই করে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৩৫ রান।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমে ঝড় তুলেন লিটন দাস। ২২ বলে খেলে ৩৮ রান করেন। কিন্তু আর এগোতে পারেননি।

এমপোফুর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে অভিষেক ম্যাচে ভালো করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ৯ বল খেলে ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভালো খেলতে পরেননি সাকিবও। বার্লের বলে উইলিয়ামসের হাতে ক্যাচ দেন তিনি। সাজঘরে ফেরার আগে ১০ রান যোগ করেন সাকিব। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। ৫ বলে খেলে ৫ রান করেছেন মুশফিক। অন্যদিকে ৩ বল খেলে ৭ রান করেছেন মাহমুদউল্লাহ। 

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটস দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শেন উইলিয়ামস, টিনোটেন্ডা মাতুমবদজি, রায়ান বার্ল, রেজিস চকভা, নেভিল মাদজিভা, কাইল জারভিস, আইনসলে এনডিলোভু, ক্রিস এমপোফু।


 টিআর/