ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

যুক্তরাষ্ট্রের ‘এক চীন’ নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প

প্রকাশিত : ০৯:৩০ এএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৯:৩০ এএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার

যুক্তরাষ্ট্রের ‘এক চীন’ নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দু’ দেশের সম্পর্কে টানাপোড়ন আরো এক ধাপ বাড়লো। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রে চীনের কাছ থেকে ছাড় না পেলে তাইওয়ান ইস্যুতে দেশটিকে সমর্থন দেয়ার কোন কারণ দেখছেন না তিনি। চীনের মুদ্রানীতি ও দক্ষিণ চীন সাগরে এর কর্মকান্ডেরও কঠোর সমালোচনা করেন ট্রাম্প। এরআগে গেল সপ্তাহে সাড়ে তিন দশকের মার্কিন রীতি ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এর তীব্র প্রতিবাদ জানায় চীন। আর এরপর থেকেই মূলত দু’ দেশের সম্পর্কে টানাপোড়ন শুরু হয়।