আজ যুবরাজ সিং এর জন্মদিন
প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার
যুবরাজ সিং ভারতের তারকা ক্রিকেটার। বাহাতে ব্যাটিং করলেও বল করেন ডানহাতে। এই অলরাউন্ডারের জন্ম ১৯৮১ সালে আজকের এইদিনে ভারতের চন্ডিগড় শহরে।
সহকর্মীরা ভালোবেসে ইয়ুগি নামে ডাকেন। ছোটবেলায় টেনিস ও রোলার স্কেটিং খেলতে পছন্দ করতেন বেশি। আর অনুধ্ব-১৪ জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেন যুবরাজ। তার বারা একজন সাবেক ক্রিকেটার সেই সুভাদে রোলার স্কেটিংয়ের পদক ফেলে দিলে ক্রিকেট খেলার তাগিদ দেয়। তারপর থেকে তিনি নিজেই প্রতিদিন যুবরাজকে ক্রিকেটের জন্য প্রশিক্ষণ দিতেন।
১৯৯৫ সালে মাত্র ১১ বছর বয়সে পাঞ্জাব অনুর্ধ্ব-১২ দলের হয়ে ক্রিকেট পথ চলা শুরু করেন। আর এক বছরের ব্যবধানে হিমাচল প্রদেশ বিপক্ষে ১৩৭ রান করে পাঞ্জাব অনুর্ধ্ব-১৯ দলে জায়গা করে নেন। ২০০০ সালে কেনিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক। এপর্যন্ত ২৯৩ টি ম্যাচ খেলে রান করে ৮৩২৯। আর বল হাতে উইকেট পেয়েছেন ১১১টি। ওয়ানডেতে সর্বোচ্চ রান ১৩৯।
২০০৩ সালে সাদা জার্সিতে প্রথম মাঠে নামেন নিউজিল্যান্ডের বিপক্ষে। আর টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ২০০৭ সালে স্কটল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টিতে ৪৭ ম্যাচ খেলে ১০০৮ রানের পাশাপাশি ২৫টি উইকেট পেয়েছেন ইয়ুবি। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়াট ব্রডের বোলে এক ওভারে ৬টি ছক্কা মেরে রেকর্ড গড়েন তিনি। সেই সাথে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ১২ বলে ৫০ রান করে ভারতের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ডটাও করে নেন নিজের দখলে।
জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লিগেও আলো ছড়ান এই হার্ডহিটার ব্যাটসম্যান। ১৯৯৬ সাল থেকে খেলছেন পাঞ্চাবের হয়ে। আর আইপিএলে খেলেন কিংস ইলিবেন পাঞ্চাব, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ডেয়ারডেভিলস দলে। আর ২০১৬ সালে খেলছেন সানরাইজার্স হায়দাবাদে।