ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

ফাইনাল মহড়ায় আজ মাঠে নামছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ত্রিদেশীয় টি- টোয়েন্টি সিরিজের ফাইনাল মহাড়ায় আবারও আফগানদের মুখোমুখী হচ্ছে টাইগাররা। টুর্নামেন্টে সবার আগে ফাইনাল নিশ্চিত করলেও প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জয়ের দেখা পায়নি সাকিবরা। ফলে, আফগান আতঙ্কে ভুগতে থাকা বাংলাদেশের জন্য প্রাথমিক পর্বের শেষ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের মধ্যদিয়েই ফাইনালের প্রস্তুটি ভালভাবেই নিতে চাই দু’দল। এক্ষেত্রে রশিদ খানরা কিছুটা এগিয়ে। স্বাভাবিকভাবে সাকিবরা আজ আটঘাট বেধেই জয়ের লক্ষ্যে মাঠে নামবে। 

পেসার শফিউল ইসলামও সে কথাই বলেছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) এ সংবাদ সম্মেলনের এ পেসার বলেন, ফাইনালের আগে আফগানদের হারাতে মরিয়া বাংলাদেশ। ‘এই ম্যাচটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়বে আমাদের। জয়ের অভ্যাস ফাইনালে ভালো খেলতে  সহায়তা করবে।’

দেরাদুনের প্রতিশোধ নিতে মরিয়া বাংলাদেশ আফগানদের বিপক্ষে এ ম্যাচের মধ্যদিয়েই হারার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায়। যা ফাইনালে আত্মবিশ্বাস যোগাবে। 

আফগানদের বিপক্ষে সবশেষে গত বছর ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এক বছর পর দেশের মাটিতে প্রথম ম্যাচে আফগানদের কাছে আবারও হার। এতেই মানসিকভাবে কিছু পিছিয়ে পড়ে টাইগার শিবির। 

এখন পর্যন্ত টি ২০তে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে তারা। বাংলাদেশের কাছে আফগানরা এখন বড় দল। হার্ডহিটার ব্যাটসম্যান, কার্যকর স্পিন বোলিং আক্রমণ সবই আছে তাদের। 

আফগানিস্তানের তিন স্পিনার- রশিদ, মুজিব-উর-রেহমান ও মোহাম্মদ নবী আগের ম্যাচে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছিলেন। সাকিবদের সামনে পেলে তারা জ্বলে ওঠেন। বাংলাদেশ শিবিরে তাই আফগান স্পিন সামলানোর প্রস্তুতি চলছে। আগ্রাসী ব্যাটিংয়ে পাল্টা জবাব দিতে চায় স্বাগতিকরা।

এর আগে এই পরিকল্পনায় গিয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। কাল চট্টগ্রামে অনুশীলনে স্পিনারদেরই বেশি খেলেছেন ব্যাটসম্যানরা। আগের ম্যাচে অভিষেক হয়েছে লেগ-স্পিনার আমিনুল ইসলামের। ভালো লাইন-লেন্থ রেখে বোলিং করেছেন তিনি। ওই ম্যাচে ইনজুরিতে পড়ায় আজ তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

শুক্রবার অবশ্য অনুশীলন করেছেন এই লেগ-স্পিনার। তার বাঁ-হাতে তিনটি সেলাই পড়েছে।

আফগানিস্তানের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাতে আমিনুলের সঙ্গে নতুন বলে ভালো করেছিলেন অভিজ্ঞ শফিউল ইসলাম। নাজমুল হোসেন শান্ত বড় স্কোর করতে না পারলেও লিটন দাসকে শুরুতে ভালো সমর্থন দেন তিনি। তবে, বল মাঠে গড়ার আগ মূহুর্ত পর্যন্ত আমিনুল খেলার মত অবস্থায় থাকলে আজও মাঠে নামবেন তিনি। 

সেক্ষেত্রে, আগের ম্যাচের জিম্বাবুয়ের বিপক্ষে খেলা দল আজও অপরিবর্তিত থাকবে। এ ম্যাচের মধ্যদিয়েই নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ফাইনালে আফগানদের মুখোমুখী হতে চায় সাকিব-মুশফিকরা।  

আই/