ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

চট্টগ্রাম সরকারী সিটি কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কর্তৃপক্ষ

প্রকাশিত : ০৬:৫০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৫০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার

চট্টগ্রাম সরকারী সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের এমবিএ’র শেষবর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ঝরনা খানম। পরে বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখে। এসময় দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তারা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।