এম এ সালাম বেসরকারিভাবে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৬:৪৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৬ সোমবার
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম এ সালাম বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারিভাবে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এসময় সংরক্ষিত মহিলা সদস্য পদে দুইজন এবং সাধারণ সদস্য পদে আরো চারজনকে বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এদিকে সকালে রিটার্নিং অফিসার শামসুল আরেফিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে এবার দুই হাজার ৭৮৮ জন জনপ্রতিনিধি এ নির্বাচনে ভোট দেবেন।