ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

চুয়াডাঙ্গায় ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

‘আমার এলাকা আমার হাতেই পরিষ্কার হোক’ স্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গায় দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার চুয়াডাঙ্গা’ এ কার্যক্রমের আয়োজন করে।

স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ ইয়া খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল বাশার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির প্রমুখ।

আলোচনা শেষে আমার চুয়াডাঙ্গা সংগঠনের পক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতলকে পরিচ্ছন্ন রাখার জন্য ১০০টি গামলা প্রদান করা হয়।

এমএস/